সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে সুপর্ণা শীল হত্যা, প্রধান আসামি কারাগারে

প্রকাশিতঃ ২৪ এপ্রিল ২০১৮ | ৭:৫২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গৃহবধু সুপর্ণা শীলকে (২০) হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার মামলার প্রধান আসামি ও নিহতের স্বামী কৃষ্ণপদ শীলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনাল-১ এর বিচারক বেগম রোখসানা পারভীন এ আদেশ দিয়েছেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি জেসমিন আক্তার বলেন, প্রধান আসামি কৃষ্ণপদ শীলের জামিন বাতিল ও অপর ৩জন আসামীকে রায়ের তারিখ পর্যন্ত জামিন বর্ধিত করেন আদালত। একই সাথে আগামী ৮ মে মামলা রায়ের জন্য দিন ধার্য্য করেন। মামলার অপর তিন আসামিকে রায়ের দিন আদালতে স্বশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত ২০১২ সালের গত ৪ জানুয়ারী আনোয়ারা উপজেলা বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের শীল পাড়ায় গৃহবধু সূপর্না শীলকে যৌতুকের জন্য হত্যার পর নিহতের আত্মীয়স্বজনকে জিম্মি করে পোষ্টমর্টেম ছাড়া তড়িগড়ি করে লাশ দাহ করে ফেলে। এ ঘটনায় নিহতের মা রমা শীল বাদি হয়ে সুপর্ণার স্বামী কৃষ্ণপদ শীল, দেবর পলাশ ধর শীল, শাশুড়ী রেনু বালা শীল এবং ভাসুর সুনীল কান্তী শীলকে আসামি করে হত্যা মামলা করেন।

এসআর/একুশে