চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ রবিউল ইসলাম পলাশ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে জাফর আহমদ চৌধুরী কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া রবিউল ইসলাম পলাশ (৩৫) ঢাকার তুরাগ থানার ধুরতুরাগ এলাকার আব্দুর রব বিশ্বাসের ছেলে।
সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাফর আহমদ চৌধুরী কলেজের সামনে একটি চেরি কালারের প্রিমিউ প্রাইভেটকার থেকে ২০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত এসব ইয়াবা বিশেষ কৌশলে চালকের পায়ের নিচে রাখা হয়েছিল। ইয়াবাসহ প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এসআর/একুশে