সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে গাছ থেকে পড়ে মৃত্যু

প্রকাশিতঃ ২৩ এপ্রিল ২০১৮ | ৭:৩৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুত্বর আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দিবাগত রাত ২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে রোববার বিকালে হাটহাজারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের মোহাম্মদপুর সিকদার বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। নিহত মো. ইলিয়াছ (৫২) স্থানীয় মৃত মনির আহম্মদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, গত রোববার বিকালে ইলিয়াছ পাশ^বর্তী এক বাড়ির গাছে আম পাড়তে উঠলে হঠাৎ পা পিছলে নিয়ে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টার দিকে তিনি মারা যায়।

এসআর/একুশে