সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ইয়াবাসহ গ্রেফতার নারী ক্রিকেটার রিমান্ডে

প্রকাশিতঃ ২৩ এপ্রিল ২০১৮ | ৩:০৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা পুলিশের হাতে ১৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার নাজবীন খান মুক্তা নামের এক নারী ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আল-ইমরান খান এই আদেশ দিয়েছেন বলে জানান নগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ইয়াবা উদ্ধারের বিষয়ে নারী ক্রিকেটার মুক্তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত দুইদিন রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত রোববার ভোর পাঁচটায় নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ১৪ হাজার ইয়াবাসহ নাজবীন খান মুক্তাকে গ্রেফতার করে পুলিশ। তখন কক্সবাজার থেকে গ্রীনলাইন পরিবহনের এসি বাসে ঢাকা যাচ্ছিলেন তিনি।

নাজবীন খান মুক্তা (২৩) ময়মনসিংহের ত্রিশাল মঠবাড়ি এলাকার আবুল খায়ের কাজলের মেয়ে। বর্তমানে ঢাকার ৩/১ সেগুন বাগিচার বাসিন্দা।

মুক্তা ঢাকা প্রিমিয়ার লিগে আনসার দলের নিয়মিত ক্রিকেটার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণিতে ভর্তি হলেও অনিয়মিত হওয়ায় ভর্তি বাতিল হয়।

এসআর/একুশে