সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চাইল্ডকেয়ারে ‘শিশুকেলেঙ্কারি’ : ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন চায় স্বাস্থ্য বিভাগ

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০১৮ | ১:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি : নগরীর বেসরকারি ‘চাইল্ডকেয়ার’ হাসপাতালে ‘শিশুকেলেঙ্কারি’ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে এ কমিটিকে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকালে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান।

আরো জানতে : তদন্তের মুখোমুখি হতে হবে চাইল্ডকেয়ার হাসপাতালকে

তিনি জানান, বেসরকারি ক্লিনিক পরিদর্শন কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এএম মুজিবুল হক খানের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে ২৫০ শয্যার আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথকে আহ্বায়ক ও একই হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহ আলমকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা শাহেদুল ইসলামকে সদস্য করা হয়েছে।

আরো জানতে : মৃত শিশুটি কার, উত্তর নেই চাইল্ডকেয়ারের
*** সাংবাদিকের উপর গোয়েন্দাগিরি!
একুশে/এএ