রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাংবাদিকের উপর গোয়েন্দাগিরি!

প্রকাশিতঃ ১৮ এপ্রিল ২০১৮ | ৮:০৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : নগরীর বেসরকারি ‘চাইল্ডকেয়ার’ হাসপাতালে ‘শিশু কেলেঙ্কারি’ নিয়ে সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের উপর গোয়েন্দাগিরির চেষ্টা করছে চাইল্ডকেয়ার কর্তৃপক্ষ।

বুধবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের ছবি তোলার সময় সাফায়াত নামে এক ইন্টার্ন চিকিৎসককে হাতেনাতে ধরে ফেলেন সাংবাদিকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত একাধিক সাংবাদিক জানান, শিশু বদলের ঘটনায় গতকাল রাত থেকেই কাজ করছেন তারা। কিন্তু ‘চাইল্ডকেয়ার’ হাসপাতাল কর্তৃপক্ষ বরাবরই সাংবাদিকদের এড়িয়ে যাচ্ছিলো। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসে ‘চাইল্ডকেয়ার’-এর তিন ব্যবস্থাপক সাংবাদিকদের প্রশ্নের তোপে পড়েন।

এ সময় পেছন থেকে দুই শিক্ষানবীশ (ইন্টার্ন) চিকিৎসক সাংবাদিকদের ভিডিও করতে থাকেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সাংবাদিকরা তাৎক্ষনিক প্রতিবাদ জানান। পরে কয়েকজন সিনিয়র সাংবাদিক ও হাসপাতালের ব্যবস্থাপকদের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়। এসময় এক ইন্টার্ন চিকিৎসক সাফায়াত তার ভুল হয়েছে জানিয়ে ক্ষমা প্রার্থনা করেন।

এসময় তাৎক্ষনিকভাবে ওই ইন্টার্ন চিকিৎসকের মোবাইল জব্দ করে ছবি ও ভিডিও ডিলিট করা হয়।

নাম না প্রকাশের শর্তে একাধিক সাংবাদিক বলেন, ‘চাইল্ডকেয়ার’ -এর লোকজন এর আগে ভুক্তভুগির এক আত্মীয়কে লোক মারফত মারধরের হুমকি দেয়। এবার সাংবাদিকদের উপর গোয়েন্দাগিরি স্পর্ধা দেখালো।

একুশে/এএ