রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দুদকের মামলায় বন্দর কর্মকর্তার জামিন

প্রকাশিতঃ ১৭ এপ্রিল ২০১৮ | ৩:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের এভিয়ার এবং কার্গো চার্জারসহ বিভিন্ন মালামাল কেনার ক্ষেত্রে দুর্নীতি অভিযোগে দায়ের মামলায় গ্রেফতার হওয়া চট্টগ্রাম বন্দর কর্মকর্তা সন্দীপন চৌধুরীকে জামিন দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরানের আদালত এ আদেশ দেন।

এসময় সন্দীপন চৌধুরী পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। দুদকের পক্ষে আইনজীবি ছিলেন ছানোয়ার আহমেদ লাভলু।

গতকাল দুপুর সোয়া ১টার দিকে বন্দর ভবনের নিজ কার্যালয় থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত সন্দীপন চৌধুরীকে পাঁচ বছর আগে দায়ের করা এক দুর্নীতির মামলায় গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একুশে/এএ