চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে এক লাখ ২৪ হাজার ৪শ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
রোববার (১৫ এপ্রিল) রাতে মিরসরাই উপজেলার নিজামপুর রেদোয়ান ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার সাভারের আমিন মিয়ার ছেলে মো. বিপ্লব (৩২) ও কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার আবু তাহেরের ছেলে সুমন মিয়া (২৮)।
র্যাব- ৭ এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই উপজেলার নিজামপুরে একটি মাইক্রোবাসে অভিযান চালানো হয়েছে। র্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম অভিযানে নেতৃত্ব দেন।মাইক্রোবাসটি জব্দ করা হয়। চট্টগ্রাম থেকে এসব ইয়াবা নিয়ে তারা ঢাকার দিকে যাচ্ছিলো।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এটি/একুশে