রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সীতাকুণ্ডে ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার, মাইক্রোবাস জব্দ

প্রকাশিতঃ ১৫ এপ্রিল ২০১৮ | ১২:০১ পূর্বাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৫৯৫ বোতল ফেন্সিডিল, ১ টি মাইক্রোবাসসহ ২ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৭ জানায়, কুমিল্লা থেকে একটি মাইক্রোবাস যোগে বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে আসার খবর পেয়ে স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র‌্যাব ভাটিয়ারী বাসস্ট্যান্ড সংলগ্ন সংলাপ টেলিকম এর সামনে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে। এ সময় কুমিল্লা হতে চট্টগ্রামগামী ১টি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে থামিয়ে মোঃ জিয়া (২১), পিতা-মোঃ আসলাম, গ্রাম-সাতকানিয়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এবং মোঃ বেল্লাল হোসেন (২৮), পিতা- আব্দুল মোনাফ, গ্রাম-বিজয় পাড়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাদেরকে আটক করে।

পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেখানো ও শনাক্ত মতে মাইক্রোবাসের (ঢাকা-মেট্রো-চ-১৩-১৮১২) ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৫৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়।

উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৫ লক্ষ ৯৫ হাজার টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসের আনুমানিক মূল্য ২৭ লক্ষ টাকা বলে র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তি/এটি/একুশে