রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে ফটো সাংবাদিকের মোটর সাইকেল চুরি

প্রকাশিতঃ ১৪ এপ্রিল ২০১৮ | ৮:৩৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটো সাংবাদিক বাচ্চু বড়ুয়ার মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরের একে খান এলাকায় আল আমিন হাসপাতালের সামনে থেকে মোটর সাইকেলটি খোয়া যায়।

চুরি হওয়া ডিসকভার ১০০ সিসি মোটর সাইকেলটির নাম্বার ১৩-৮৩৮৫।

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার বার্তার আলোকচিত্র সাংবাদিক বাচ্চু বড়ুয়া বলেন, সিআরবিতে বলি খেলার ছবি তুলে এসে নিজের ব্যক্তিগত অফিসের সামনে মোটর সাইকেলটি রেখেছিলাম। কর্মস্থলে ছবি পাঠানোর একপর্যায়ে মোটর সাইকেলের আওয়াজ শুনতে পেয়ে বের হয়ে দেখি, একজন সেটি নিয়ে খুলশীর দিকে পালিয়ে যাচ্ছে।

‘বিষয়টি আকবর শাহ থানার ওসিকে জানিয়েছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে আশ্বস্ত করেছেন।’

এসআর/একুশে