রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভারতীয় ফেনসিডিল আসছেই, গ্রেফতার ২

প্রকাশিতঃ ১৪ এপ্রিল ২০১৮ | ৮:১৩ অপরাহ্ন

চট্টগ্রাম: কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল আসা কিছুতেই থামানো যাচ্ছে না। শনিবার ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫৯৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জিয়া (২১) ও মো. বেল্লাল হোসেন (২৮)। তারা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন, ‘গোপন সূত্রে আমরা জানতে পারি, মাদক ব্যবসায়ী কুমিল্লা থেকে একটি মাইক্রোবাসযোগে বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছে। এরপর শনিবার ভোরে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করতে থাকে র‌্যাব সদস্যরা।’

‘একপর্যায়ে র‌্যাব সদস্যরা একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করে ৫৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল পায়। এ সময় গাড়িতে থাকা দুইজনকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ফেনসিডিলের মূল্য আনুমানিক পাঁচ লাখ ৯৫ হাজার টাকা।’

এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা মিমতানুর রহমান।

এসআর/একুশে