সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামবাসীকেই প্রথম নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ১২ এপ্রিল ২০১৮ | ১:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে চট্টগ্রামবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৫টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধনকালে চট্টগ্রামের রাউজান উপজেলার এক নারী গ্রাহক প্রধানমন্ত্রীকে বৈশাখের শুভেচ্ছা জানালে প্রধানমন্ত্রী তার উত্তরে চট্টগ্রামবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান।

রাউজান উপজেলার বিদ্যুৎগ্রাহক ও রাউজান কলেজের প্রভাষক শর্ব্বরী দে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী রাউজানবাসীর পক্ষ থেকে আপনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে পিংক ও গ্রীন সিটি রাউজানে বেড়াতে আসার নিমন্ত্রণ জানাচ্ছি।’

জবাবে প্রধানমন্ত্রী বলেন,‘আপনাকে, আপনাদের চট্টগ্রামবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকুন।’

প্রসঙ্গত, নববর্ষ উপলক্ষে এটাই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক শুভেচ্ছাজ্ঞাপন।

শর্ব্বরী দে আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী রাউজানবাসীর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। যে বিদ্যুৎ ছাড়া একদিনও চলে না, সেই বিদ্যুৎ আপনি ঘরে ঘরে পৌছে দিয়েছেন। আপনার নিরলস প্রচেষ্টায় শহর থেকে গ্রাম আজ আলোকিত। কৃষি,বিদ্যুৎ ও স্বাস্থ্য সবক্ষেত্রেই আজ প্রভাব পড়েছে উন্নয়নের।’

এর আগে প্রধানমন্ত্রী রাউজানসহ ১৫টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ সরবরাহের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে দেশে মোট ৫১টি উপজেলা বিদ্যুৎ সরবরাহের আওতায় এলো।

একুশে/এএ