চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ফুটপাত ও নালার উপর থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে আলকরণ জিপিও সামনে থেকে সদরঘাট রোড, অমর চাঁদ রোড ও আইস ফ্যাক্টরী রোডের উভয় পাশ থেকে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।
চসিক সূত্র জানায়, অভিযানকালে নগরীর আলকরণ জিপিও সামনে থেকে সদরঘাট রোড, অমর চাঁদ রোড ও আইস ফ্যাক্টরী রোডের উভয় পাশের ফুটপাত ও নালার উপর থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিত অংশ, দোকানের সামনের শেড, স্তুপকৃত মালামাল ও ভাসমান দোকানপাট সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় সদরঘাট রোডে ফুটপাতে ইট রেখে জনসাধারণ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ক্রেমলিন সিটি ডেভেলপার প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মহানগর পুলিশ সহায়তা করে।