রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ষোলশহরে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে শিক্ষার্থীরা

প্রকাশিতঃ ১১ এপ্রিল ২০১৮ | ১:৪৪ অপরাহ্ন

নিজস্ব সংবাদদাতা : শাটল ট্রেন অবরোধ ও ক্লাস বর্জনের পর এবার প্রধান সড়কে নেমে এসেছে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ষোলশহর স্টেশনে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে বর্তমানে ২নং গেইট মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিপুল সংখ্যাক পুলিশ শিক্ষার্থীদের সড়কে আসতে বাধা দেয়। একপর্যায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি মিছিল পুলিশের বাধা ভেঙে রাস্তায় নামে। প্রায় দুই হাজারের অধিক শিক্ষার্থীরা মিছিল নিয়ে বর্তমানে দুই নম্বর গেইট মোড়ে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ।

এদিকে শিক্ষার্থীদের অবরোধের ফলে সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে। তবে সাধারণ চলাচলে শিক্ষার্থীরা বাধা দিলেও নিজ দায়িত্বে অ্যাম্বুলেন্সের চলার পথ তৈরি করে দিচ্ছে তারা।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ষোলশহর স্টেশনে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গামী সকাল পৌনে ৯টা ও সকাল সাড়ে ১০টা ৪০ এর দুটি শাটল ট্রেন আটকে দেয়। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে তারা। তবে এখনো পর্যন্ত পুলিশকে মারমুখী ভূমিকায় যেতে দেখা যায় নি।

একুশে/ এএ