রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অবশেষে ‘মর্যাদা’ পেল বঞ্চিত নেতা

প্রকাশিতঃ ১৯ জুলাই ২০১৬ | ১২:৫২ পূর্বাহ্ন

Screenshot_5চট্টগ্রাম: চট্টগ্রামের ছাত্র রাজনীতির একজন পরিচিত মুখ হাজারো রাজনৈতিক কর্মীর আইকন নূর মোহাম্মদ নাজমুল৷ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক৷ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সকল ছাত্র-ছাত্রীর কাছে নূর মোহাম্মদ নাজমুল একজন লিজেন্ড ছাত্রলীগ নেতা৷

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শিবির মুক্ত করে সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে যেসব ছাত্রলীগ নেতা অবদান রেখেছেন; তার মধ্যে নূর মোহাম্মদ নাজমুল অন্যতম। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন৷

চট্টগ্রাম মহানগরে ছাত্রলীগের কর্মীদের মতে, নূর মোহাম্মদ নাজমুল একজন যোগ্য নেতা৷ তার পরিষ্কার পরিচ্ছন্ন রাজনৈতিক চিন্তা চেতনা দ্বারা চট্টগ্রাম মহানগরের অসংখ্য ছাত্রলীগ কর্মী প্রতিনিয়ত অনুপ্রাণিত হচ্ছেন৷

বর্তমানে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যায়নরত রয়েছেন নূর মোহাম্মদ নাজমুল৷ বেসরকারী এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি প্রতিষ্ঠায়ও তিনি অভূতপূর্ব অবদান রেখেছেন৷

কিছুদিন আগে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটিতে স্থান পাননি এই ছাত্রলীগ নেতা; এতে তার অনুসারী হাজারো ছাত্রলীগ কর্মী সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন৷

সম্প্রতি বাংলাদেশ ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মনোনীত হয়েছেন নূর মোহাম্মদ নাজমুল৷ এ মনোনয়ন পাওয়ায় তার ফেসবুক ওয়ালে শুভেচ্ছা জানাতে হাজারো অনুসারীর ঢল নেমেছে!

Untitled-1 copyফেসবুকে স্ট্যাটাস দিয়ে নূর মোহাম্মদ নাজমুলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন।

এদিকে নূর মোহাম্মদ নাজমুলকে অভিনন্দন জানিয়ে কমার্স কলেজ ছাত্রলীগ নেতা আরিফুল হক চৌধুরী তার ফেসবুক ওয়ালে লিখেছেন- বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় সংগ্রামী ছাত্রনেতা নূর মোহাম্মদ নাজমুল ভাইকে অভিনন্দন।

কমার্স কলেজের আরেক ছাত্রলীগ নেতা আমিরুল হক চৌধুরী, তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেন- বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক Noor Mohammad Nazmul ভাইকে বাংলাদেশ ছাত্রলীগ, সরকারী কমার্স কলেজ শাখার পক্ষ থেকে জানাই মুজিবীয় শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন।

তিনি আরও লিখেন- আপনার শ্রমের পাল্লার চেয়ে প্রাপ্তির পাল্লাটা ভারী হওয়ার কথা ছিল। জানি আপনি কখনো প্রাপ্তির কথা ভাবেননি। বাংলাদেশ ছাত্রলীগ আপনার মত একজন পরিশ্রমী ছাত্রনেতা পেয়ে গর্বিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।