রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রেগন্যান্সি নিয়ে মিডিয়া বাড়াবাড়ি করছে, বললেন কারিনা

প্রকাশিতঃ ১৮ জুলাই ২০১৬ | ১০:২২ অপরাহ্ন

kareena kapoorপ্রেগন্যান্সির খবর সামনে আসতেই তিনি হেডলাইনে। তিনি কারিনা কাপুর খান। কখনও খবর হয়েছে, মেটারনিটি লিভে চলে গিয়েছেন বেবো। কখনও বা হেডলাইনে এসেছে ছবির কাজ বন্ধ করে আপাতত কেরিয়ারে ব্রেক নেবেন বেগম সাহেবা। তাঁর প্রেগন্যান্সি নিয়ে মিডিয়ার বাড়াবাড়িতে বেশ বিরক্ত নায়িকা। তাই এ বার মিডিয়াকেই একহাত নিলেন।

কারিনার কথায়, ‘‘আমি প্রেগন্যান্ট, কোনও মৃতদেহ নই। এমন ভাবে আলোচনা হচ্ছে যেন আমি মরে গিয়েছি। আর মেটারনিটি ব্রেক মানেটা কী? সন্তানের জন্ম দেওয়া তো খুব সাধারণ ব্যাপার। প্লিজ আমাকে আলাদা ভাবে ট্রিট করা বন্ধ করুন। আমি এখনও কাজ করে যাচ্ছি। যাঁদের সমস্যা হচ্ছে, তাঁরা আমার সঙ্গে কাজ করবেন না। আমরা তো ২০১৬-তে রয়েছি ১৮০০ সালে নয়। মিডিয়ার ব্যবহার দেখে মনে হচ্ছে, তখনকার মানুষ অনেক বেশি সভ্য ছিল।’’

কারিনার স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁকে নিয়ে এ সব আলোচনা এখনই বন্ধ হওয়া উচিত। বিয়ে করা বা সন্তান হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। সকলেই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান। তাই তাঁর ক্ষেত্রেও এটা আলাদা কিছু নয়।