রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

১০ হাজার পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী জাহাঙ্গীর গ্রেফতার

প্রকাশিতঃ ১০ এপ্রিল ২০১৮ | ১২:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরীর মাদকব্যবসায়ী জাহাঙ্গীর আলম গ্রেফতার হয়েছেন। নগরীর ওয়াসার মোড়ের কাছে একটি রেস্টুরেন্ট থেকে সোমবার রাত ১২টার দিকে র‌্যাবের হাতে গ্রেফতার হন তিনি।

এসময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একুশে পত্রিকার মুঠোফোনে পাঠানো ক্ষুদেবার্তায় র‌্যাব-৭ চট্টগ্রামের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াসার মোড়ের একটি রেস্টুরেন্টে আড্ডারত অবস্থায় মাদকব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকব্যবসার সঙ্গে জড়িত বলে র‌্যাবের কাছে তথ্য আছে।

প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার সকালে গ্রেফতার মাদকব্যবসায়ীকে সংশ্লিষ্ট চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষে জানানো হয়।

এটি/একুশে