রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিএনজি অটোরিক্সা চোরাই চক্রের সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

প্রকাশিতঃ ৯ এপ্রিল ২০১৮ | ৭:৩৫ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকা থেকে সিএনজি অটোরিক্সা চোরাই চক্রের সদস্য মোহাম্মদ করিমকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি চোরাই সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়। সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

বায়েজিদ থানার এসআই আইয়ুব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানার তারা গেইট এলাকায় অভিযান চালিয়ে চোরাই সিএনজি অটোরিক্সাসহ মোহাম্মদ করিমকে গ্রেফতার করা হয়। ওই এলাকায় সিএনজি অটোরিক্সাটি বিক্রির জন্য নিয়ে এসেছিলেন তিনি। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ করিম জানায়, শফিউল বশর মিনহাজ, নুর মোহাম্মদ, মোঃ জসিম তার সহযোগী।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর মেহেদীবাগ এলাকায় শফিউল বশর মিনহাজের বাসায় অভিযান চালানো হয়। এ বাসা থেকে দুটি মোটরসাইলেকের কাগজপত্র, ছয়টি বিভিন্ন ব্র্যান্ডের হাত ঘড়ি, ১৯টি ভ্যানিটি ব্যাগ, সিএনজি অটোরিক্সার ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার পরিবর্তনের বিভিন্ন যন্ত্রাংশ ও একটি ট্যাব উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মোহাম্মদ করিম, শফিউল বশর মিনহাজ, নুর মোহাম্মদ, মোঃ জসিম তিন ব্যক্তির নামে বায়েজিদ থানা এএসআই মোহাম্মদ সাহেদ বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

একুশে/এএ