রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

এক লাখ টাকার জাল নোটসহ যুবক আটক, মেশিন জব্দ

| প্রকাশিতঃ ১১ নভেম্বর ২০১৫ | ৬:৩১ পূর্বাহ্ন

স্টাফ করসপনডেন্ট, চট্টগ্রাম

arrest Handcuffsনগরীতে এক লক্ষ টাকার জাল নোটসহ সৌরভ বিশ্বাস (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি জাল নোট তৈরির মেশিনও উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাত তিনটার দিকে নগরীর চান্দগাঁও থানার কাজিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

সৌরভ বিশ্বাসের বাড়ি বোয়ালখালী উপজেলার শাকপুরায়। নগরীর চান্দগাঁও থানার কাজিরহাট এলাকায় সৌরভ থাকত বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য একুশে পত্রিকাকে জানান, চান্দগাঁও থানার চর রাঙামাটিয়া এলাকায় মক্কা হোটেলের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে সৌরভকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ল্যাপটপ আকৃতির একটি মেশিন এবং এক হাজার টাকার একশটি জাল নোট উদ্ধার করা হয়েছে।

সৌরভ ল্যাপটপ আকৃতির মেশিনটিতে কাগজ ও রং মিশিয়ে নানা অংকের নোট প্রিন্ট করে বাজারে ছেড়ে দেয় বলে জানিয়েছে পুলিশ।

সৌরভের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।