রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিনয়বাঁশি জলদাসের ১৬তম মৃত্যুবার্ষিকী কাল

প্রকাশিতঃ ৪ এপ্রিল ২০১৮ | ১১:৩৮ অপরাহ্ন

চট্টগ্রাম : একুশে পদকপ্রাপ্ত, উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশি জলদাসের ১৬তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার (৫এপ্রিল)।

এ উপলক্ষে শিল্পীর বোয়ালখালীস্থ পূর্ব গোমদন্ডীর বাস্তুভিটার ভাস্কর্য চত্বরে সকাল ১০টায় শিল্পীর প্রতিকৃতি ও সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও মাল্যদানসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোয়ালখালী উপেজলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।

অতিথি থাকবেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হক্কানি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু দাশ রানা প্রমুখ।

এতে উপস্থিত হয়ে প্রয়াত এ শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানানো হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে।