সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে নয়া দিগন্ত সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রকাশিতঃ ৪ এপ্রিল ২০১৮ | ৬:০২ অপরাহ্ন

চট্টগ্রাম : বঙ্গবন্ধু ও ৭ই মার্চের ভাষণ নিয়ে বিতর্কিত লিখনের অভিযোগ এনে নয়া দিগন্ত পত্রিকার আলমগীর মহিউদ্দিন ও প্রকাশক সামসুল হুদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.মোর্শেদ খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবেদুল আজম মাসুদ।

বুধবার (৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম এমএম ৫ম আদালতে তিনি এ মামলা দায়ের করেন। জাবেদুল আজম মাসুদ একুশে পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ইব্রাহীম হোসেইন বাবুল ও চট্টগ্রাম আইনজীবি সমিতির সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী, বাদী পক্ষের আইনজীবি এড. কামরুল হাসান রাসেলসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একুশে/এএ