রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

নাম ডেকে ডেকে হাজিরা চেক করলেন মেয়র

| প্রকাশিতঃ ২৪ মার্চ ২০১৮ | ১০:৪৯ অপরাহ্ন

উজ্জ্বল দত্ত : চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত প্রিমিয়ার কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ভিন্নরকম একটা কাজ করে বসলেন।

শনিবার প্রধান অতিথির বক্তব্য দেওয়ার মাঝপথে হঠাৎ করে কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরীর কাছ থেকে সকল শিক্ষক-শিক্ষিকাসহ অপরাপর কর্মরত স্টাফদের নাম-তালিকা খুঁজে নেন মেয়র। তালিকা হাতে পাওয়ার পর সিটি মেয়র নাম কল শুরু করেন। তিনি প্রত্যেকের নাম কল করে চেক করেন সবাই উপস্থিত আছেন কিনা? নাম ডাকার সাথে সাথে শিক্ষক-শিক্ষিকাসহ সব কর্মরতরা হাত তুলে মেয়রের কাছে নিজের উপস্থিতি জানান দেন। কয়েক কর্মরতকে হাত তুলতে দেখা না গেলে মেয়র তদারকি শুরু করলে অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকরা অনু্ষ্ঠানে অনুপস্থিতরা কেউ নিচে দায়িত্ব পালন করছেন এবং কেউ খাওয়ার টেবিল সাজাচ্ছেন বলে উত্তর দেন।

এ দৃশ্যে শিক্ষার্থীদের মুখে দুষ্টু হাসি লক্ষ করা গেছে। কয়েক বান্ধবী বলাবলি করেন, স্যাররা প্রতিদিন আমাদের রোল কল করেন। আজ মাননীয় মেয়র মহোদয় স্যারদের রোল কল করছেন।

এ প্রসঙ্গে বক্তব্যে তিনি বলেন, আজকে কলেজের অনুষ্ঠানে সবাই উপস্থিত আছেন কিনা দেখলাম।আপনাদের সবার উপস্থিতি দেখে আমার ভাল লেগেছে।