রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দেশব্যাপী সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি করছে ১৪ দল

প্রকাশিতঃ ১৫ জুলাই ২০১৬ | ৯:৫২ অপরাহ্ন

14 dalঢাকা: সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ সপ্তাহে দেশব্যাপী কমিটি গঠন করছে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট। রাজধানীর হলি আর্টিজানে জঙ্গি হানা এবং শোলাকিয়া ঈদগা মাঠের অদূরে পুলিশের ওপর জঙ্গি হামলার পর সারাদেশে সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের ঘোষণা দেয় জোট নেতারা।

জোটের নেতারা জানান জেলা-উপজেলা পর্যায়ে অসাম্প্রদায়িক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে এই সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হচ্ছে। সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে কমিটি গঠনের পাশাপাশি বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ১৪ দলীয় জোটের এক নেতা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের শান্তির বাণী প্রচারের জন্য আমরা ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতা নিচ্ছি। আমাদের সাথে পরামর্শ করেই ইসলামী ফাউন্ডেশন শুক্রবার সারাদেশে মসজিদে মসজিদে জঙ্গিবাদ বিরোধী খুৎবা দেয়ার অনুরোধ জানিয়েছে। এতে বেশ সাড়া পাওয়া গেছে। আমাদের টার্গেট হচ্ছে দেশে জঙ্গিবাদের নেতিবাচক দিক সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া।

জানতে চাইলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, ১৪ দলের কার্যক্রমের অংশ হিসাবে আমাদের প্রতিরোধ সপ্তাহ ১৫ জুলাই শুক্রবার থেকে শুরু হয়েছে। এরই অংশ হিসাবে প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি করা হচ্ছে। জেলা কমিটিতে একজন সভাপতি, ১৭জন সহ-সভাপতি এবং একজন সদস্য সচিব থাকবেন। উপজেলা কমিটিতে একজন সভাপতি, ১০জন সহ-সভাপতি ও একজন সদস্য সচিব থাকবেন। ইউনিয়ন কমিটিতে একজন সভাপতি, ছয় জন সহ-সভাপতি ও একজন সদস্য সচিব এবং ওয়ার্ড কমিটিতে একজন সভাপতি, তিন জন সহ-সভাপতি ও একজন সদস্য সচিব থাকবেন। এছাড়া প্রতিটি কমিটিতেই সদস্য সংখ্যা অনেক হতে পারে।

তিনি বলেন, এ কমিটির সদস্যদের নিয়ে আমরা দেশের বিভিন্ন স্তরের মানুষদের জঙ্গিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত করবো। জনগণ সচেতন হলেই আমাদের জঙ্গিবাদ মোকাবেলা সহজ হবে।

বিষয়টি জানতে নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আনম সেলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলায় কমিটি গঠনের কাজে হাত দিয়েছি। এটা শেষ হলেই আমরা জেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি গঠন করবো।

এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আগামী সোমবার জেলা যুবলীগের উদ্যেগে সমাবেশ করা হবে। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবে।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম বলেন, বৃহস্পতিবার ১৪ দলীয় জোটের শরিকদের সাথে বৈঠক করে আমরা আমাদের কর্মপরিকল্পনা ঠিক করেছি। এরই অংশ হিসাবে সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে ১৪ দলীয় জোটের বরিশাল মহানগরে সমন্বয়ক করা হয়েছে। এছাড়া আমরা আমাদের ওয়ার্ড ও মহানগর প্রতিরোধে পূর্ণাঙ্গ কমিটি করার প্রক্রিয়া শুরু করেছি। দুই একদিনের মধ্যে কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, জোটের কর্মসূচির অংশ হিসাবে চলতি সপ্তাহে মানববন্ধন ও সমাবেশ কর্মসুচি পালন করবো।

জোটের শরিক দল তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল বলেন, লক্ষীপুর ও রামগঞ্জে সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করা হয়েছে।

জোটের অপর শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি (একাংশ) শরীফ নুরুল আম্বিয়া বলেন, প্রতিরোধ সাপ্তাহে আমরা সারা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী মিছিল-সমাবেশ করবো। পাশাপাশি জেলা উপজেলা পর্যায়ে স্থানীয় অসাম্প্রদায়িক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাদের সমন্বয়ে সন্ত্রাস-জঙ্গীবাদ বিরোধী কমিটি গঠন করা হবে।

১৪ দলীয় জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিঙ্গাপুরে অবস্থান করায় তাঁর মন্তব্য পাওয়া যায়নি।

গত ১১ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলীয় জোটের সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী সমাবেশ থেকে সারা দেশে সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের আহ্বান জানান জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।