চট্টগ্রাম : চট্টগ্রামের পতেঙ্গা থানার নেভাল এভিনিউ সড়কের পাশে প্রায় দুই শতাধিক দোকান বন্ধ করে দিয়েছে পুলিশ। সোমবার সকাল থেকে এসব দোকান বন্ধ রয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এসে দোকান বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়।
আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী বুধবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমনকে সামনে রেখেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে তিনদিন আগে থেকে দোকানপাট বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ।
সূত্র জানায়, আজ সোমবার সকাল থেকে স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশে নেভাল এভিনিউ সড়কের দু’ধারের সব দোকান বন্ধ রাখা হয়েছে। এতে দিনে এনে দিনে খাওয়া প্রায় হাজার খানেক মানুষ বেকার হয়ে পড়েছে। র্নিদিষ্ট সময়ের তিনদিন আগে এভাবে মানুষের রুটি-রুজির প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া ঠিক হয়নি বলে সংশ্লিষ্ট অনেকেই মন্তব্য করেছেন।
নেভাল এভিনিউ’র জাহেদ স্টোরের মালিক মামুন একুশে পত্রিকাকে বলেন, ‘আমরা খেটে খাওয়া মানুষ। সামন্য পেয়াজু আর কাঁকরা বেচে খাই। মা-বাবা নিয়ে পাঁচটি মুখ। অথচ আজ সকাল থেকে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। ২১ মার্চ প্রধানমন্ত্রী আসবেন, দরকার হলে ওই দিন দোকান বন্ধ রাখতাম। কিন্তু তিনদিন আগ থেকে দোকান বন্ধ করতে হওয়ায় এখন পরিবার নিয়ে কষ্ট পেতে হবে।’
স্থানীয় দাবা রেস্টুরেন্টের কর্মচারী সুমন জানান, কাস্টমারদের সার্ভিস দিলে কিছু টিপস দেন। চাকরির বেতনের সাথে ওই টাকা মিলিয়ে বেশ চলে যায় তার। কিন্তু আজ দোকান বন্ধ থাকায় দু’টোই বন্ধ।
এভাবে দোকান বন্ধ করে দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে পতেঙ্গা থানার ওসি আবুল কাসেম ভুঁইয়া একুশে পত্রিকাকে বলেন, ‘নিরাপত্তার খাতিরে আজ সকাল থেকে নেভাল এভিনিউ সড়কের দোকানগুলো বন্ধ করে দেয়া হয়েছে।’
কিন্তু তিনদিন আগে কেন বন্ধ করা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, ভাই এতকথা বলতে পারব না, যা ইচ্ছা তা লিখে দিন বলেই ফোনের সংযোগ কেটে দেন তিনি।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল সাড়ে ১0 টায় অবতরণের পর নেভাল একাডেমিতে নৌবাহিনীর দুটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর হেলিকপ্টার করে তিনি পটিয়া যাবেন। সেখান তিনি জনসভায় ভাষণ দেবেন। এর আগে প্রধানমন্ত্রী আখতারুজ্জামান ফ্লাইওভারের উদ্বোধনসহ তেরটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও আটাশটি প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। ভিত্তিপ্রস্থর স্থাপন করা প্রকল্পের অন্যতম হচ্ছে, লালখানবাজার-বিমানবন্দর উড়াল সেতু, চাক্তাই খালের মুখ থেকে কালুরঘাট পর্যন্ত সড়ক ও বাধনির্মাণ[দ্বিতীয় লিংক রোড]।