উজ্জ্বল দত্ত : আগামী ২১ মার্চের সমাবেশে কোনো ধরনের খাবার নিয়ে যাবে না জানিয়ে, দলীয় কর্মীদের মধ্যে যারা ডায়াবেটিস রোগী তাদের খালি পেটে পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
রোববার বিকেলে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
সভায় অংশ নেয়া একাধিক সুত্র জানায়, বর্ধিত সভায় উপস্থিত এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সংগঠনের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন জিজ্ঞাসা করেন, ‘আচ্ছা নাছির ভাই সভায় কি কোনো খাবার প্রদনের ব্যবস্থা করা হবে? নাকি নিজেকেই ম্যানেজ করতে হবে।’
জবাবে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘নিরাপত্তার স্বার্থে সভায় কোনো ধরনের খাবার নিয়ে যাবার ব্যবস্থা থাকবে না। তবে আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত পাানি সরবরাহের ব্যবস্থা থাকবে।’
উত্তরে ওই নেতা বলেন, ‘নাছির ভাই তাহলে যারা ডায়াবেটিস রোগী তারা তো ক্ষুধা সহ্য করতে পারেন না। এই ভয়েও তো কেউ কেউ পিছপা হতে পারেন।’
এমন প্রশ্নে হলজুড়ে হাসির রোল উঠে। জবাবে সিটি মেয়র হেসে উত্তর দেন, ‘অসুবিধা নেই। ডায়াবেটিস ছাড়া কেউ আছে নাকি। ডায়াবেটিস রোগী ভাইয়েরা খালি পেটে পানি খাবেন।’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে/এএ