ঢাকা: ক্রিকেটপাগল জনতার জন্য সিনেমা বন্ধ রেখে ক্রিকেট খেলা লাইভ দেখানো- পাশের দেশ ভারতে হরহামেশাই দেখা যায়। এবার বাংলাদেশের মানুষের জন্য সিনেমা হলে ক্রিকেট খেলা লাইভ দেখানোর উদ্যোগ নিয়েছে রাজধানীর ঐতিহ্যবাহী সিনেমা হল ‘জোনাকি সিনেমা হল’র কর্তৃপক্ষ।
রোববার (১৮ মার্চ) শ্রীলংকায় আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাওয়া নিদাহাস ট্রফির ফাইনাল খেলা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে জোনাকি হল কর্তৃপক্ষ।
এ বিষয়ে সিনেমা হলের ম্যানেজার দেলোয়ার বাশার জানান, সিনেমার রেটেই লাইভ ক্রিকেট দেখানো হবে। তিনি আরও জানান, বাংলাদেশ বনাম ভারতের ফাইনাল ম্যাচের খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। সন্ধ্যা ৭টায় হলের গেট খোলা হবে। ৭০ ও ৬০ টাকায় আলাদা ধরনের সিটে বসে খেলা দেখা যাবে বলে জানান তিনি।
একুশে/এএ