রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দীপিকার সঙ্গে বিয়ে নিয়ে কী বললেন রণবীর?

প্রকাশিতঃ ১৫ জুলাই ২০১৬ | ১১:০৫ পূর্বাহ্ন

Deepika Padukone-Ranveer Singhমাখোমাখো প্রেমে বেশ কিছুদিন রসে বশে কাটিয়ে এ বার কি তবে সোজা ছাদনাতলায় রণবীর-দীপিকা? কিছুদিন আগেই গুজব ছড়িয়েছিল মন কষাকাষি চলছে দুই লভ বার্ডের। কিন্তু নিন্দুকদের মুখে ছাই দিয়ে জমাটি প্রেম চালিয়ে যাচ্ছেন তাঁরা।

টিনসেল টাউনে ইদানিং শোনা যাচ্ছিল তাঁদের এনগেজমেন্টের খবর। বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে। এমনকী খুব গোপনে নাকি আংটি বদলও করে ফেলেছেন বাজিরাও আর মস্তানি। খবর কি সত্যি? এত দিন মুখে কুলুপ আঁটলেও এ বার মুখ খুললেন খোদ নায়ক।

সম্প্রতী, বেফিকরের শুটিং শেষ করে ফ্রান্স থেকে দেশে ফিরলেন রণবীর। সেখানেই দীপিকার সঙ্গে কবে বিয়ে হচ্ছে, এই প্রশ্ন করা হলে রণবীর বলেন, ‘‘সারা রাত ঠিক মতো ঘুম হয়নি। এ বার এসে গিয়েছি। খবর নিয়ে জানাচ্ছি।’’