নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন ‘অনেকেই বলেন স্বাধীনতাযুদ্ধে আমাদের আড়াই লক্ষ মা-বোন ইজ্জত দিয়েছেন, কিন্তু গত দশ বছর মানবতাবিরোধী অপরাধ তদন্তে কাজ করতে গিয়ে দেখেছি স্বাধীনতার পর চারলক্ষ নারীর গর্ভপাত ঘটানো হয়েছিলো।’
বৃহস্পতিবার (৮মার্চ) সন্ধ্যায় ‘ফাইট ফর উইমেন রাইটস, চট্টগ্রাম’ আয়োজিত নারী দিবসের আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য পুরুষদের যেমন বীর প্রতিক, বীর বিক্রম উপাধি দেওয়া হয়েছিলো, তেমনি নারীদের বীর প্রতীক, বীর বিক্রম উপাধী দেওয়া হয়েছিল। তারা শুধু ইজ্জত দেননি। মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে, রক্ত দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘পৃথিবীর শুরু থেকে সমাজ ছিলো নারীমাতৃক। এখনো পার্বত্য জেলায় আদিবাসিদের মাঝে এ রীতি দেখা যায়। ওদের সমাজে মা পরিবারের সকল সিদ্ধান্ত নেন। যখন থেকে শক্তির বিষয়টা সামনে চলে আসলো। পুরুষররা সেনাবাহিনী গঠন করলো, তখন থেকে তারা নেতৃত্বে এলো। এরপর থেকে পুরুষতান্ত্রিক সমাজে নানানভাবে নানান আবরণে এমনসব রীতিনীতি তৈরী করলো যা নারীকে ঘরে ঢুকিয়ে দিলো। পুরুষরাই এ বৈষম্য সৃষ্টি করলো।’
চট্টগ্রাম ফাইট ফর উইমেন রাইটস-এর সভাপতি, সিটি করপোরেশনের প্রাক্তন কাউন্সিলর অ্যাডভোকেট রেহানা বেগম রানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রাজিয়া বেগম, নারী উদ্যোক্তা ও যুব মহিলা লীগ নেত্রী মুশতারী মোরশেদ স্মৃতি, নারী উদ্যোক্তা ফাতেমা বেগম মুক্তা, নারীকর্মী শিখা বড়ুয়া, পারভিন আকতার, জান্নাতুল হিমু, রেখা মজুমদার, হাসনা চৌধুরী মুন্নী, নাহিদা সুলতানা নিতু, কোহিনুর আকতার প্রমুখ।
একুশে/এএ