চট্টগ্রাম : জনপ্রিয় কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবালের উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন চট্টগ্রাম।
সংগঠনের সভাপতি সাংবাদিক শামসুল হুদা মিন্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসান আল-কুতুবী’র সঞ্চালনায় ৬ মার্চ (মঙ্গলবার) বিকেলে নগরীর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার আল-বদরেরা জাতিকে মেধাশূন্য করতে এ দেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, গবেষক, কবি, চিকিৎসকদের যেভাবে হত্যা করেছিল, তারই ধারাবাহিকতায় জনপ্রিয় এ শিক্ষাবিদের উপর হামলা। যা জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা।
বক্তারা আরোও বলেন, দেশ যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনি পাকিস্তানের দোশরেরা এ দেশকে মেধাশূন্য ও আবার জাতিকে কলঙ্কিত করতে জাফর ইকবালদের মত বুদ্ধিজীবীদের উপর হামলা করেছে।
বক্তারা অবিলম্বে এ হামলার নেপথ্যকারীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।
মানববন্ধন কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এম এ আজিজের পুত্র ও নগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি জসীম উদ্দিন চৌধুরী, নিউজ চিটাগাং এর নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন, অন্বেষা ফাউন্ডেশনের পরিচালক এটিএম শহিদুল ইসলাম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি (জেপি) এর আহ্বায়ক সোমিয়া ছালাম, নগর জাতীয় পার্টির সদস্য ও সাবেক ছাত্রনেতা রাশেদুল হক খোকন, নগর জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক এন এম জাহাঙ্গীর সেলিম, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি মুকাম্মেল হোসাইন, যুগ্ন সম্পাদক ডা. জানুমিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদ উর রশিদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকী, মহিলা বিষয়ক সম্পাদিকা রোখসানা আক্তারুন্নবী ও উপস্থিত ছিলেন জামাল খান ওয়ার্ড় আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা শাহানারা চৌধুরী, নগর ছাত্রলীগের সদস্য বুরহান উদ্দিন গিফারী, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সালাহ উদ্দিন লিটন, কার্যনির্বাহী সদস্য কামরুল মিন্টু, পরিবর্তন চট্টগ্রাম’র সহ সভাপতি নুরুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক এবিএম ইকবাল হায়দার, রিয়াজ উর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম আজগর আলী, অর্থ সম্পাদক শাহিন মুহাম্মদ আবদুল লতিফ, সহ-দপ্তর সম্পাদক এসআইএম শাখাওয়াত হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক জনি বড়ুয়া, সহ প্রচার সম্পাদক সাহাবু উদ্দিন, সদস্য ইউনুছ মেহেদী, কামরুন লায়লা প্রমুখ।