রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

বক্তৃতা নয়, এবার প্রতিরোধ : রেহানা বেগম রানু

| প্রকাশিতঃ ৪ মার্চ ২০১৮ | ৭:৪৭ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন নারীনেত্রী ও সাবেক চসিক কাউন্সিলর অ্যাডভোকেট রেহানা বেগম রানু। তিনি বলেন, ‘আর কত বক্তৃতা দেব, এভাবে আর নয়। এবার প্রতিরোধ করতে হবে।’

রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম আয়োজিত এক মানববন্ধনে তিনি আহ্বান জানান।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘গানম্যানও ছিলো, নিরাপত্তার জন্য পুলিশ ছিলো। আবার একটি অনুষ্ঠানে তার পেছনেই বসে ছিলো ঘাতক! আমরা কি এভাবে নিরাপত্তা দিতে পারবো? আমরা কি এভাবে বারেবারে প্রেসক্লাবে মানববন্ধন করবো? একটি স্বধীন দেশে আমরা এভাবে চলতে দিতে পারি না। বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশা যে আছে, তা আমরা আগের থেকেই জানি।’

মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়ে তিনি বলেন,‘আমরা যখন শহীদ মিনারে যাই, তখন এই জামাতিরা, পাকিস্তানের প্রেতাত্মারা নীলনকশা করে। আমরা স্বাধীনতা পেয়েছি বটে, কিন্তু এখনো মুক্ত নই। মুক্তির জন্য এখনো আমরা সংগ্রাম করছি। এটা আমরা কেন ভুলে যাই? তাহলে আজ আমাদের করণীয় কী? আমরা কি এভাবে প্রতিবাদ সমাবেশ করবো? নাকি আমরা ওই জামাত-শিবিরকে নির্মূল করার জন্য, প্রতিরোধ করার জন্য পাড়ায়, মহল্লায়, রাষ্ট্রীয় পর্যায়ে সজাগ হবো।’

এসময় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ‘আমরা আর কত জাফর ইকবালের জন্য রাস্তায় দাঁড়াব?’

সিইউজের সাবেক সভাপতি ও চট্টগ্রম পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায় পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাংবাদিক নেতা এজাজ ইউসুফী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর সেকান্দার চৌধুরী, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বেলা, শিক্ষাবিদ প্রফেসর মুহাম্মদ ইদ্রিস আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি কাজী আবুল মনসুর, শিক্ষক নেতা আবু তৈয়ব চৌধুরী, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা হেলাল উদ্দিন, নাট্যজন শফিউল আলম বাবু প্রমুখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

>> ‘জাফর ইকবাল নয়, মুক্তিযুদ্ধের উপর আঘাত হেনেছে হায়নারা’

একুশে/এএ