রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

প্রধানমন্ত্রীর প্রশ্নে একশ’তে একশ সাকিব কন্যা

| প্রকাশিতঃ ২ মার্চ ২০১৮ | ৯:৩৩ অপরাহ্ন

একুশে ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়ে আলাইনার সঙ্গে আনন্দঘন মুহুর্ত কাটিয়েছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার(২মার্চ) তিনি সপরিবারে গণভবনে সাকিব পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

আলাইনাকে কোলে নিয়ে সময় কাটানোর সঙ্গে সেসময় তাকে নিয়ে খেলায়ও মেতে ওঠেন, গল্প করেন তিনি। সঙ্গে তাকে ঘুরিয়ে বাসভবনের ভেতরে থাকা কৃত্রিম একুরিয়ামও দেখান প্রধানমন্ত্রী।

তারপরে বলভর্তি টাবে আলাইনার সঙ্গে খেলায় মেতে ওঠেন তিনি। টাবে বিভিন্ন রঙের ছোট বল নিয়ে আলাইনাকে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। আলাইনাও কম যান। ছুড়ে দেয়া তিনটি প্রশ্নের জবাবে ছক্কাই হাকিয়েছেন সাকিব কন্যা!

টাব থেকে একটি করে বল তুলে তার রঙ জানতে চান প্রধানমন্ত্রী। এক এক করে তিনটি বল হাতে তুলেন প্রধানমন্ত্রী। জিজ্ঞেস করেন এটার রঙ কি? জবাবে তৎক্ষণাত জবাব দিয়েছে আলাইনা। সব প্রশ্নের উত্তর পারায় সাকিব কন্যাকে ‘ফুল মার্কসও’ দিয়েছেন প্রধানমন্ত্রী। আদুরে কণ্ঠে উচ্চারণ করলেন, ‘সব জানে সে’।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব কন্যার কাটানোর ‍মুহুর্তগুলোর স্থিরচিত্র ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির।

মুহুর্তের মধ্যে ছবি ও ভিডিও ভাইরাল হতে থাকে। প্রধানমন্ত্রী প্রশংসায় ভরে উঠে পোস্টের কমেন্ট বক্স।

একুশে/এএ