রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

এশিয়ায় সবচেয়ে বাজে সড়ক বাংলাদেশে?

| প্রকাশিতঃ ১ মার্চ ২০১৮ | ৬:৪৮ অপরাহ্ন

একুশে ডেস্ক : আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে উন্নত সড়ক কোন দেশে? সড়কের মান হিসেবে বাংলাদেশের অবস্থান কত?

ওয়াল্ড ইকোনমিক ফোরামের একটি মতামত জরিপ বলছে, ১৩৮টি দেশের মধ্যে বিশ্বে সবচেয়ে উন্নত সড়ক সংযুক্ত আরব আমিরাতে। আর সবচেয়ে নিকৃষ্ট সড়ক মাদাগাস্কারে। বাংলাদেশ এই তালিকায় ১১৩তম।

তবে বাজে সড়কে এশিয়ায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। এর আগে আছে মাত্র একটি দেশ; নেপাল। দেশটির সড়কের অবস্থা বাংলাদেশের চেয়েও নিকৃষ্ট।

জরিপ অনুযায়ী এশিয়ার সবচেয়ে ভালো সড়ক আছে সিঙ্গাপুরে। সারা বিশ্বে দেশটির অবস্থান দুই নম্বরে।

এশিয়ায় সিঙ্গাপুরের পরে আছে জাপান এবং তাইওয়ান। বিশ্বে তাদের অবস্থান যথাক্রমে পাঁচ ও ১১ নম্বরে। দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়ার অবস্থান যথাক্রমে ১৪ ও ২০। বিশ্বে চীনের অবস্থান ৩৯ নম্বরে। ক্রমেই উন্নতি করতে থাকা দেশটির সড়কের মান বেশ ভালো।

বিশ্বে চীনের মহাসড়কই সবচেয়ে দীর্ঘ। সব মিলিয়ে ৮৫ হাজার কিলোমিটার।

ব্রুনাই এবং শ্রীলঙ্কার অবস্থান দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় ভালো। ভারতের অবস্থানও আগের চেয়ে ভালো হচ্ছে। জরিপে দেশটির অবস্থান ৫১তে। এটা থাইল্যান্ড ও পাকিস্তানের চেয়ে ভালো যাদের অবস্থান যথাক্রমে ৬০ ও ৭৭।

নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এই জরিপে ভুটানের অবস্থান ৮০। এরপর আছে ভিয়েতনাম এবং লাওসের নাম। তারা সড়ক যোগাযোগের ক্ষেত্রে তেমন একটা বিনিয়োগ করেনি এখনও।

জরিপে কম্বোডিয়ার অবস্থান ৯৩। দেশটির শহর ও গ্রাম এলাকায় সড়কের পরিমাণ খুবই কম। পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ফিলিপাইনের অবস্থা তুলনামূলকভাবে খারাপ।

একুশে/এএ