মোঃ ইমরান হোসেন, সীতাকুণ্ড : বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে বা আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আমবাগান মালিকরা।
সীতাকুণ্ডের প্রায় প্রতিটি আম গাছে মুকুল ধরেছে। সীতাকুণ্ডের সর্বত্র মুকুলের মৌ মৌ গন্ধ। রূপালি, আম্রপালি, ল্যাংড়া, গোপাল ভোগ, সূর্যপুরী, অসিনিয়া, ছাতাপড়া, ফজলি, চিনি ফজলিসহ দেশি জাতের আমের মুকুলে ভরে গেছে বাগানগুলো। বাগানের পাশাপাশি সীতাকুণ্ড প্রায়ই বাড়িতে একটি দুটি করে আম গাছ দেখা যায়।
মুকুলের ভারে নুয়ে পড়ার মত অবস্থা হয়েছে কিছু আম গাছের। বৈশাখ মাসে আম পাকা শুরু হয় এবং আশ্বিন ও কার্তিক মাসের শেষ পর্যন্ত আম পাওয়া যায়।
আম চাষী আব্দুল মালেক জানান, আমার ২০ হেক্টর জমিতে অল্প সংখ্যক আমের চাষ করেছিলাম। তবে আগামীতে বেশি করে আমের চাষ করার আগ্রহ আছে। কারণ আমচাষে ভাল লাভ হয়, এক কথায় লাভজনক ব্যবসা। যদি অন্যান্য চাষীরাও আমচাষ সম্পর্কে জেনে আমচাষে এগিয়ে আসে ভাল কিছুই হবে।
সৌখিন আমচাষী মো. জসিম উদ্দীন জানান, পারিবারিকভাবে কিছু আম গাছ আমাদের পুকুরের চারপাশে লাগিয়েছিলাম। তবে সেটি ব্যবসার উদেশ্যে নয়, নিজের পরিবারের জন্য। গত কয়েকবছর ধরে আমরা আম নিজেরা খেয়ে আত্মীয়স্বজনকেও পাঠাচ্ছি। আমার প্রায় ১২টি আম গাছ রয়েছে, সবগুলোতে ভাল আম ধরে। তাই নিজেদের পাশাপাশি আত্মীয়স্বজনকেও পাঠানো সম্ভব হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাষ চন্দ্র নাথ জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমের পর্যাপ্ত মুকুল এসেছে। শেষ পর্যন্ত সব ঠিক থাকলে এবার আমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা।