রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘সুলতান’ দেখে কী বলল মুন্নি?

প্রকাশিতঃ ১২ জুলাই ২০১৬ | ১০:০৯ পূর্বাহ্ন

imageসলমন খান তাঁর প্রিয় আঙ্কেল। ভাইজানের সঙ্গে স্ক্রিনও শেয়ার করেছে সে। সল্লু মিঞার সব ছবি তার দেখা চাই। সে হর্ষালি মলহোত্র। ‘বজরঙ্গী ভাইজান’-এর মুন্নি।

মুক্তি পাওয়ার পরই ‘সুলতান’ দেখেছে হর্ষালি। নিজের প্রতিক্রিয়া টুইটারে জানিয়েছে ছোট্ট নায়িকা।

মুন্নি লিখেছে, অনস্ক্রিন সলমনকে কাঁদতে দেখলে তার খুব কষ্ট হয়। ফাইটিং-এর দৃশ্যে সলমনকে আঘাত পেতে দেখে কেঁদেও ফেলেছে সে। গোটা সিনেমাটাই বেশ উপভোগ করেছে হর্ষালি। আরও ভাল লেগেছে, কারণ, ছবির শেষে সলমন আঙ্কেলেরই জয় হয়েছে।

হর্ষালির টু‌ইট, ‘আমি ওর ব্যথা অনুভব করতে পারি। যখন ও কাঁদে, আমিও কাঁদি। আঙ্কেল ইউ রক…।’