রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

২৬ ফেব্রুয়ারি মঞ্চায়িত হবে ফেইমের নাটক ‘ক্যালিগুলা’

প্রকাশিতঃ ২০ ফেব্রুয়ারী ২০১৮ | ৩:৪৩ অপরাহ্ন

চট্টগ্রাম : ‘অসম্ভবকে সম্ভব করার আকাঙ্খায় উন্মত্ত সম্রাট ক্যালিগুলা। যে আকাঙ্খায় তুচ্ছ হয়ে ওঠে সাধারণের প্রাণ। সমতার পৃথিবী গড়ে তোলার রক্তাক্ত প্রয়াস অবশেষে রূপ নেয় করুণ পরিণতিতে।’

সেই ট্রাজেডি নিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি মঞ্চে আসছে চট্টগ্রামের ফেইম স্কুল অব ডান্স, ড্রামা এন্ড মিউজিক- এর নাট্যকলা বিভাগের নাটক ‘ক্যালিগুলা’।

এ দিন নাটকটির দুটি মঞ্চায়ন হবে । বিকেল চারটায় নগরীর রাইফেল ক্লাব সংলগ্ন থিয়েটার ইন্স্টিটিউট ও সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম মিলনায়তনে মঞ্চায়িত হবে নাটক ‘ক্যালিগুলা’।

এছাড়াও এবার “৮ম থিয়েটার অলিম্পিক”-এ নাটকটি নিয়ে অংশগ্রহন করতে যাচ্ছে ফেইম। ভারতের পাটনা ও দিল্লীতে মঞ্চায়িত হবে “ক্যালিগুলা”।

নাটকটির নির্মাণ ভাবনা ও নির্দেশনায় আছেন ফেইম পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান অসীম দাশ।

একুশে/ এএ