ঢাকা: হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর প্রতিবাদে গোটা জম্মু-কাশ্মির জুড়েই শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ, সমাবেশ এবং সড়ক অবরোধ। পরিস্থিতি সামলাতে কাশ্মির উপত্যকায় জারি করা হয়েছে অনির্দিষ্টকালীন কারফিউ, গোটা উপত্যকার থমথমে অবস্থা বিরাজ করছে।
বুরহান খুনের ঘটনার প্রতিবাদে শনিবার থেকেই উত্তাল হয়ে ওঠে গোটা জম্মু-কাশ্মির। বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে বাধ্য হয় নিরাপত্তাবাহিনী। এতে কম করে ১৫ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়। আহতের সংখ্যা ১২০ জন। বিক্ষোভকারীরাও হামলায় কমপক্ষে ৯৬ জন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন।
এ দিকে, পরিস্থিতি সামলাতে কেন্দ্রের কাছে আরও ৩০ কোম্পানি নিরাপত্তাবাহিনী পাঠানোর অনুরোধ জানিয়েছিল জম্মু-কাশ্মির সরকার। কেন্দ্র অবিলম্বে তা পাঠাবে বলে জানিয়েছে।
ইউজিসি-র ‘নেট’ সহ যাবতীয় পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। দ্বিতীয় দিনের জন্য স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা। প্রায় গোটা উপত্যকা জুড়েই মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবাও সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে।