ঢাকা: ঢালিউডের জনপ্রিয় মুখ শুভশ্রী। এতদিন ধরে রূপালী পর্দায় অভিনয় করছেন। কিন্তু তিনি এখনও জানেন না প্রেম কী?
প্রেম বিষয়টা যে আদতে কী, তা সত্যিই বুঝে ওঠে দায়! শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও পারেননি!
সমস্যা হল, শুভশ্রী প্রথমে বুঝেই উঠতে পারেননি প্রেম মানুষকে কতটা বদলে দেয়! বুঝে উঠতে পারেননি, প্রেমে পড়লে মানুষের সঙ্গে কী কী হয়! আর যখন বুঝতে পারলেন?ঠিক সেই সময়েই দেখা দিল সম্পর্কে ভাঙন! আর সেটা নিয়েও আরেকটা দ্বিধায় জড়িয়ে পড়লেন এই চিত্রনায়িকা। সম্পর্ক তো না হয় ভেঙে গেল! বন্ধ হয়ে গেল মুখ দেখাদেখি! তার পরে যদি কথা বলতে ইচ্ছে করে প্রাক্তনের সঙ্গে? তখন? কে আগে ফোন করবে?
প্রেমের এই দ্বিধা নিয়েই এসকে মুভিজের পরিচালনায় তাঁর নতুন ছবি ‘প্রেম কি বুঝিনি’র কাহিনিরেখা সাজিয়েছেন পরিচালক সুদীপ্ত সরকার। ছবিতে শুভশ্রীর বিপরীতে অভিনয় করছেন ওম।