রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

একুশে পদক পাচ্ছেন যারা

প্রকাশিতঃ ৮ ফেব্রুয়ারী ২০১৮ | ৭:০০ অপরাহ্ন

ঢাকা: ঘোষিত হলো ২০১৮ সালের একুশে পদকের তালিকা। এবারের তালিকায় যুক্ত হয়েছেন প্রয়াত দুই শক্তিমান অভিনেতা গোলাম মুস্তাফা ও হুমায়ূন ফরীদি। এছাড়াও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন অর্জন করেছেন সমাজসেবায় একুশে পদক।

একনজরে একুশে পদকের তালিকা

ভাষা আন্দোলন : মরহুম আ জা ম তকীউল্লাহ ও মির্জা মাজহারুল ইসলাম

শিল্পকলা : শেখ সাদিক খান, সুজেয় শ্যাম, ইন্দ্রমোহন রাজবংশী, মিনু বিল্লাহ, মতিউল হক খান, হুমায়ূন ফরীদি, কালিদাস কর্মকার, নিখিল সেন, গোলাম মুস্তাফা

সমাজসেবা : ইলিয়াস কাঞ্চন

সাংবাদিকতা : রণেশ মিত্র

ভাষা ও সাহিত্য : সুব্রত বড়ুয়া, মরহুম খালেকদাদ খান, সৈয়দ সনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান

অর্থনীতিত : ডঃ মইনুল ইসলাম

গবেষণা : ভাষা সৈনিক জুলেখা হক