রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পায়ুপথে ইয়াবা পাচার, গ্রেফতার ২

প্রকাশিতঃ ৭ ফেব্রুয়ারী ২০১৮ | ৬:৪৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে অভিনব পন্থায় পায়ুপথে লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক রোহিঙ্গা যুবকসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার নগরীর স্টেশন রোড ও ধনিয়ালাপাড়া থেকে আলাদা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার রোহিঙ্গা মোহাম্মদ উল্লাহ (২০) উখিয়া বালুখালী ক্যাম্পে থাকেন। আর মোয়াজ্জেমুল হক (৪৯) নগরীর চান্দগাঁও থানার পশ্চিম মোহরা কাপ্তাই রাস্তার মাথার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (চট্টগ্রাম মেট্রো) শামীম আহমেদ বলেন, স্টেশন রোড এলাকা থেকে দুই হাজার ইয়াবাসহ মোয়াজেম্মুল হককে এবং এক হাজার ৮০০ ইয়াবাসহ মোহাম্মদ উল্লাহকে ধনিয়ালাপাড়া থেকে গ্রেফতার করা হয়। দুইজনই পায়ুপথে ইয়াবা পাচার করছিল।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে নির্দিষ্ট ব্যক্তির কাছে সরবরাহ করতে যাওয়ার সময় তারা ধরা পড়েছে। গ্রেফতার রোহিঙ্গা যুবক মোহাম্মদ উল্লাহ কয়েক মাস আগে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে পালিয়ে উখিয়ায় আশ্রয় নিয়েছিলেন।