রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নতুন প্রধান বিচারপতি কর্মস্থলে যোগ দিয়েছেন

প্রকাশিতঃ ৪ ফেব্রুয়ারী ২০১৮ | ১০:৩৩ পূর্বাহ্ন

ঢাকা: নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রোববার সকালে কর্মস্থলে যোগ দিয়েছেন। সকাল ৮টা ১০ মিনিটে সুপ্রিম কোর্টে প্রবেশ করেন প্রধান বিচারপতি। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় রেজিস্টার অফিস কার্যালয়।

শনিবার রাষ্ট্রপতির কাছে ২২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন সৈয়দ মাহমুদ হোসেন। নতুন প্রধান বিচারপতিকে স্বাগত জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। প্রধান বিচারপতিকে আজ সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে বলেও জানা গেছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ও সংবর্ধনা দেবে প্রধান বিচারপতিকে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজেই এ তথ্য জানিয়েছেন।

গতকাল সন্ধ্যা ৭টা ১১ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। এর আগে ২১তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দুর্নীতিসহ ১১ অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।