ঢাকা : ঢাকা উত্তরের পর দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনের তফসিলও হাইকোর্টে স্থগিত হয়ে গেছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুকের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
একই সাথে নির্বাচন কমিশন ঘোষিত ওই তফসিল কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ ঘোষণা করা হবে না- তা জানতে চেয় রুল জারি করেছেন হাইকোর্ট।
আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচনের জন্য গত ৯ জানুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেখানে ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক করে নির্বাচনের বিস্তারিত সময়সূচি দেওয়া হয়।
ওই তফসিলের বৈধতা চ্যালঞ্জ করে দুই ইউপি চেয়ারম্যানের করা রিট আবেদনে হাইকোর্ট বুধবার উত্তরের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেয়।
ডেমরার এক ভোটারের করা রিট আবেদনের শুনানি হয় বৃহস্পতিবার। শুনানি শেষে হাইকোর্টের দেয়া আদেশে দক্ষিণের নির্বাচনও আটকে গেল।