রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচন দিতে হবে : হাইকোর্ট

প্রকাশিতঃ ১৭ জানুয়ারী ২০১৮ | ২:০৭ অপরাহ্ন

ঢাকা: আগামী ৬ মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে নির্বাচনের সময় যদি আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তার দরকার হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে আদালত।

বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গতকাল মঙ্গলবার এ বিষয়ে করা এক রুলের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্টের একই বেঞ্চ।

দুই যুগের বেশি সময় ধরে ডাকসু নির্বাচন হচ্ছে না। এই প্রেক্ষাপটে ২০১২ সালে কয়েকজন শিক্ষার্থীর পক্ষে এ রিট আবেদনটি করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৮ এপ্রিল আদালত রুল জারি করে। রুলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।