রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর শোকসভা আগামীকাল

| প্রকাশিতঃ ৬ ডিসেম্বর ২০১৭ | ৬:৩৩ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম গুণীজন স্মরণসভা উদযাপন কমিটির উদ্যোগে দৈনিক পূর্বকোণ সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর শোকসভা আগামীকাল (বৃহস্পতিবার) বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন দৈনিক পূর্বকোণের নির্বাহী সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

সভাপতিত্ব করবেন চট্টগ্রাম গুণীজন স্মরণসভা উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ।

স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর শোকসভায় সকল মহলের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।