বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহফুজ গ্রেপ্তার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ ফেব্রুয়ারী ২০২৫ | ৫:৫৪ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মাহফুজুর রহমান সজল (৩০)। তিনি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ার বাসিন্দা আহমদ কবিরের ছেলে। মঙ্গলবার রাতে উপজেলার ঢেমশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সাতকানিয়ার কেরানীহাটে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী ও সন্ত্রাসীরা হামলা চালায়। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং লাঠিসোটা, হকিস্টিক ও ধারালো অস্ত্র দিয়ে লোকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এমনকি গুলি চালায় এবং দোকান ভাঙচুর ও সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ করে। আওয়ামী লীগের কয়েকজন নেতার নির্দেশে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গত ২৮ আগস্ট কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা মো. তসলিম বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা করেন। এই মামলায় জড়িত থাকার অভিযোগে মাহফুজকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, গ্রেপ্তার মাহফুজের বিরুদ্ধে গত বছর ১৮ জুলাই কেরানীহাটে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে গুলি ও ককটেল হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।