বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

মায়ের আকুতি, ছেলের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়ান

একুশে ডেস্ক | প্রকাশিতঃ ৫ ফেব্রুয়ারী ২০২৫ | ৫:২০ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ ছবুর ওমানে কাজ করার সময় গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। মেরুদণ্ড ভেঙে হাড় স্থানচ্যুত হওয়ায় তার চিকিৎসার জন্য প্রায় তিন থেকে চার লাখ টাকা প্রয়োজন।

বাবা-হারা পরিবারের বিধবা মা নুরুন্নাহার এবং দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ছবুরের সংসার। পরিবারের সুখের আশায় তিনি ওমানের মাস্কাটে গিয়েছিলেন। চার বছর সেখানে কাজ করার পর গত নভেম্বরে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। প্রথমে সেখানকার চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিলেও পরে দেশে ফিরে এসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। বর্তমানে তিনি নগরীর ন্যাশনাল হাসপাতালে ব্রেইন ও স্পাইন সার্জন ডা. মো. মনজুরুল ইসলামের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

ছবুরের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। তার মামাতো ভাই হারুনুর রশিদ জানান, এলাকাবাসী সাহায্য করলেও এত টাকা জোগাড় করা সম্ভব নয়। ছবুরের সুস্থতার জন্য তার পরিবার ওমান দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিধবা নুরুন্নাহার জানান, সরকারি ও হৃদয়বান মানুষদের সহযোগিতা পেলে ছবুর আবারও সুস্থ হয়ে উঠবেন। তাই তিনি তার ছেলের সুস্থতার জন্য প্রবাসীদের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

ছবুরের সাথে যোগাযোগের জন্য এবং সহায়তার জন্য :

* প্রতিবেশী মাস্টার আব্দুল আলিম (বিকাশ) : ০১৮১৬৫৮৬১৫০

* ছবুর (নগদ) : ০১৬২২৩২৯৯৪৩

* মামাতো ভাই হারুন (বিকাশ) : ০১৮৭৮২১০৭৯৮