বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৪ ফেব্রুয়ারী ২০২৫ | ৯:৪৪ অপরাহ্ন


গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৪৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত চার দিনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মো. ছালামত আলী চৌধুরী (৭০)। এছাড়াও আলমগীর মিয়া, মো. আলাউদ্দিন, সাব্বির হোসেন মণ্ডল, আরফান উদ্দিন, রহিম উদ্দিন রাজিব, মো. সাজ্জাদ হোসেন রিয়াজ, মুহাম্মদ আরিফ সিকদার ওরফে মুন্না, মো. রনি, মো. শামীম, মো. শাহজাহান ওরফে সাজু, মো. জাকির হোসেন, মো. শরিফ উদ্দিন, মো. নুরুল ইসলাম, মো. নুরুল আলম, আবু আহাম্মেদ, মো. আসিফুর রহমান ওরফে আসিফ, আব্দুল মালেক সওদাগর, মাহফুজুর রহমান ওরফে সুজন, মিরাজ উদ্দিন ওরফে রবিন, মো. পারভেজ, মুনতাসির আবছার ওরফে রিফাত, মো. নুরুল জামান, মো. ইবনে মিজান ওরফে রুবেল সহ আরও অনেকে।

পুলিশ সূত্রে জানা গেছে, তুহিন মুরাদ, মো. জাহিদুল ইসলাম, মো. ইশতিয়াক মুন্না, মো. ইলিয়াছ, মো. আব্দুল মমিন আনজুম, মো. আব্দুল আলী ওরফে কালু, মো. ওয়াহিদ, মো. মোজাম্মেল তারেক, সৈয়দ নিজামুল হক, মো.গোলাম নবী, মো. আনিসুল ইসলাম ওরফে সৌমিক, মো. মাহিম, মো. আরিফ হোসেন, মো. শহিদুল ইসলাম শাওন, মো. আলী আজগর, মাহমুদুল হক, মো. আরিফ, মো. সুমন, তৌহিদুল ইসলাম, এসএম সেলিম উদ্দিন, মো. মনির ও মো. সানি সহ আরও অনেকে গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে দায়ের করা এক বা একাধিক মামলায় এই ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।