সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

পরিবার নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন, পথেই প্রাণ গেল আনোয়ারের

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩ ফেব্রুয়ারী ২০২৫ | ২:১৪ অপরাহ্ন


কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে ছলিমপুর বাংলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আনোয়ার হোসেন তার পরিবারের ৬ সদস্যকে নিয়ে মাইক্রোবাসযোগে কক্সবাজার যাচ্ছিলেন। ঘন কুয়াশার কারণে এবং মাইক্রোবাসটির অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে একটি ডাম্প ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় আনোয়ার হোসেনের পরিবারের আরও ৬ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা এখনও স্থিতিশীল নয় বলে জানা গেছে।

নিহত আনোয়ার হোসেন ঢাকার হাজারীবাগ এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম কালাই মিয়া।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করেছেন। বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নুরুল আবছার জানিয়েছেন, নিহত আনোয়ার হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।