চট্টগ্রামের ফটিকছড়ি থানা পেশাজীবি পরিষদের কমিটি গঠিত হয়েছে। ১৮ জানুয়ারি রাতে সদরের এক রেস্টুরেন্টে পরিষদ গঠন উপলক্ষে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ব্যাংকার ও সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন তালুকদারকে সভাপতি, মুহাম্মদ নাছির উদ্দীন কোম্পানিকে সহসভাপতি, মুহাম্মদ শোয়াইবকে সাধারণ সম্পাদক ও এইচ এম নিজাম উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। ২১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী এক বছর তাঁদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে।
ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিম উদ্দীন ইমু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা পেশাজীবি পরিষদের সভাপতি প্রকৌশলী বোরহান উদ্দিন।
থানা জামায়াতে সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজের পরিচালিত সভায় ফটিকছড়ির বিভিন্ন পেশাজীবিগণ স্বতঃস্ফুর্ত অংশগ্রহন করেন।