সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

রাঙ্গুনিয়ায় অবৈধ বালু বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ জানুয়ারী ২০২৫ | ১০:০৬ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেপরোয়া বালু বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কদমতলী এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় সনাতনী সম্প্রদায়সহ বিভিন্ন স্তরের জনসাধারণ ও বিএনপি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ইলিয়াছ সিকদার, হৃদয় চক্রবর্তী, রতন বিশ্বাস, সজল চক্রবর্ত্তী, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ হাবিব, সজিত চক্রবর্ত্তী, বিএনপি নেতা মো. ইকবাল, ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সিনিয়র সহ সভাপতি আব্দুল সাত্তার, ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি শওকত আলী, সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, যুবদলের সদস্য শহীদুল ইসলাম সুমন, যুবদল নেতা মো. এনাম, মো. জাহেদ, রাঙ্গুনিয়া জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ সভাপতি রিয়াজ সিকদার, সদস্য মো. নেছারুল প্রমুখ।

বক্তারা বলেন, “কদমতলী এলাকা দিয়ে কর্ণফুলী নদীর পাড়ে হিন্দু ধর্মালম্বীদের জায়গা ও ফসলি জমি অবৈধভাবে দখল করে সেখানে আওয়ামী লীগের আমলে বেপরোয়া বালু বাণিজ্য করা হয়। সম্প্রতি দেশের পট পরিবর্তনের পরও এই অবৈধ বালু বাণিজ্য বন্ধ হয়নি। বরং এর সাথে জড়িতরা ভিন্ন রূপে আবির্ভাব হয়ে এই বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এর সাথে বর্তমানে বিএনপির কিছু নেতৃবৃন্দও জড়িত হয়েছে।”

“বেপরোয়া বালু বাণিজ্যের কারণে স্থানীয় সড়কগুলোর বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে, বালুর কারণে ধূসর থাকত পুরো এলাকা, স্থানীয় স্কুলের কোমলমতি শিক্ষার্থীরাও এতে ভোগান্তির মুখে পড়তে হত। এছাড়া বালু বাণিজ্যের সাথে জড়িতরা অবৈধ অস্ত্রের মুখে স্থানীয়দের প্রায়শই ভয়ভীতি দেখাত।”

“স্থানীয়রা অবৈধ এই বালু বাণিজ্য আর হতে দেবে না। ইতিমধ্যেই সড়কের মাঝখানে খুঁটি গেড়ে দেওয়া হয়েছে। কেউ অপচেষ্টা করলে তাকে প্রতিহত করা হবে।”