জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, “জিয়াউর রহমানের মতো মানুষ বছরে বছরে কিংবা যুগে যুগে জন্মায় না। জাতির এমন একজন ক্ষণজন্মা পুরুষের জন্য অপেক্ষা করতে হয় শতাব্দীর পর শতাব্দী। তাইতো জিয়া শতাব্দীর মহানায়ক। এমন রত্নগর্ভা সন্তান শতাব্দীর বিস্ময়। জিয়াউর রহমানের দেশপ্রেমকে ইতিহাস কুর্নিশ করে। জাতি ও দেশ কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে। আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমান ছিলেন জাতির দিশারী ও আলোকবর্তিকা। জিয়া দেশপ্রেম ও সততার প্রতিশব্দ। দেশপ্রেম, সৎ সাহস, সততা আর দায়িত্বশীলতার মানদণ্ডে তিনি ছিলেন অনন্য একজন।”
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে হাটহাজারীতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার (১৯ জানুয়ারি) বিকালে হাটহাজারী পৌরসভার বাস স্টেশন চত্বরে হাটহাজারী পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মীর হেলাল উদ্দিন আরও বলেন, “দেশের মানুষ আশায় বুক বেঁধে আছে তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং দেশের মানুষ তাদের মৌলিক অধিকার, মানবাধিকার, ভোটাধিকার ফিরে পাবে। অন্তর্বর্তীকালীন সরকারের অনিশ্চিত স্বপ্ন থেকে দেশ মুক্তি পেয়ে নতুন সূর্যোদয় হবে। স্বপ্নপূরণ ও জয় হোক মুক্তিকামী জনতার। বাংলার জমিনে অমর হোক জিয়া পরিবার।”
হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকের হোসেনের সভাপতিত্বে এবং পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলমের সঞ্চালনায় এই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান (সাবেক), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ রফিকুল আলম চৌধুরী, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর কাউন্সিলর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান দৌলত, মো. শাহেদুল আজম শাহেদ, এডভোকেট রিয়াদ, মো. হাবিবুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. তকিবুল হাসান চৌধুরী তকি, পৌরসভা যুবদলের সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, পৌরসভা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আরেফিন সাইফুল, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি, সদস্য সচিব মো. শাহেদ খান, হাটহাজারী পৌরসভা মহিলা দলের সভানেত্রী পারভীন জাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক জোসনা আক্তার।
এদিকে, একই দিন রবিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশেও প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।